Logo

Logo

অশ্রু--------------------------সময় বনাম মৃত্যু

অশ্রু 
 সময় বনাম মৃত্যু 👉🏿 চোখ থেকে না হয় দু ফোঁটা অশ্রু পড়লোই "হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথের দড়িটা
স্পর্শ করো না" হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেলো ট্রাস্ট মি সব বদলে যাবে এক সময় একটাবার পেছন ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করো সময় নাও মরলেই তো সব শেষ টিকে থাকো দেখোই না কি হয়!! 👉🏿 যেদিন বাবা-মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল সেদিন অনেক কেদেছিলাম । কিন্তু আজ তাদের কথা মনে পড়লে চোখে পানি আসে না। -কারণ সময়ের পরিবর্তন। 👉🏿 ছোটবেলায় একটি খেলনা ভেঙ্গেছিল বলে অনেক কাঁদছিলাম, আজ অনেক খেলনা নিজেই ভাঙ্গি, কই কখনোতো চোখে পানি আসে নি। - কারণ সময়ের পরিবর্তন। 👉🏿 চোখের পানি শুকিয়ে যায় কষ্টের রংগুলো একটু একটু করে অস্পষ্ট হতে থাকে ব্যথাগুলো আস্তে আস্তে কমে যায় তুমি খালি সময় দাও একটু ওদের "একটুখানি সময়" 👉🏿 "সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়" ----এটা স্বাভাবিক। না বুঝলে নিজের মনকে প্রশ্ন করো এর উত্তর পাওয়া যাবেই। 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾পোস্টটি ভাল লাগলে লাইক করবেন । ধন্যবাদ।👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

No comments

Powered by Blogger.