Logo

Logo

আব্রাহাম লিংকনের জীবন থেকে প্রশিক্ষণের গুরুত্ব

আব্রাহাম লিংকনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল,
"আপনাকে একটি কুঠার দিয়ে সাত ঘন্টায় একটি গাছ কাটতে বললে
আপনি কী করবেন???"
তিনি বলেছিলেন,

"প্রথম ছয় ঘন্টায় কুঠারটিকে এমনভাবে ধারালো করব
যেন পরবর্তী এক ঘন্টায় কাজটি সম্পন্ন করা যায়"

এখানেই প্রশিক্ষণের গুরুত্ব
আমরা বছরে একবার গরু-ছাগল কুরবানি দিই বলে ছুরি-চাকুও একবারই ধার দিই
কিন্ত কসাই প্রতিদিনই ধার দেন
কারণ তাকে প্রতিদিনই মাংস কাটতে হয়
ধার না দিলে ভালো লোহা দিয়ে তৈরী অস্ত্রও মরিচা পড়ে ভোতা হয়ে যেতে পারে
প্রশিক্ষণের ব্যাপারটাও তাই
কর্মকুশলতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই

তানপুরা বাজিয়ে রেখে দিলে পরদিন আবার টিউনিং ঠিক করে নিতে হয়
নইলে তাল-লয়-সুর মেলে না
প্রশিক্ষণে অংশগ্রহণ করা মানে নিজের কাজের টিউনিং করে নেয়া
প্রশিক্ষণ নিতে তাই অনীহা/দ্বিধা/কার্পণ্য/গড়িমসি করবেন না
একটা ভালো প্রশিক্ষণ এ অংশগ্রহণ আপনার সারাজীবনের অর্জন হতে পারে

No comments

Powered by Blogger.