সুশান্ত পাল বনাম ভালোবাসার ভাবনা
আপনি কাউকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে। এমন ভালোবাসায় আপনি কষ্ট পাবেন, সেও কষ্ট পাবে।
আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু সে আপনাকে ভালোবাসে না। এমন ভালোবাসায় অনুভূতির উভমুখী প্রবাহের অনুপস্থিতি সত্ত্বেও আপনি কষ্ট পাবেন।
এর মানে কী দাঁড়াল? ভালোবাসা হল, এমন এক সুখ কিংবা এমন এক দুঃখ, যা কখনোই অনুভূতির একমুখী বা উভমুখী প্রবাহপ্রকৃতির উপর নির্ভর করে না, যে ভালোবাসে, তার মধ্যে কিছু দুঃখ সতত প্রবহমান থাকবেই। এটাই তার নিয়তি। অনেক মানুষের ভিড়ে সে স্তব্ধ হয়ে যায়। তার ভেতরেথাকা সবসময়ের একা ‘আমি’টা আরো বেশি করে তাকে জাপটে ধরে।
অনেকগুলি ছুটেচলা পায়ের স্রোতের বিপরীতে সে স্থির দাঁড়িয়ে থাকে, চারপাশের মানুষ দেখে আর ভাবে, এই যে কতশত মানুষ---ছুটছে তো ছুটছেই, জীবনের প্রয়োজনে, এমনকি অপ্রয়োজনেও; কখনো জীবন্ত, কখনোবা প্রাণবন্ত। ও দেখে আর আপনমনে প্রশ্ন করে, আচ্ছা, এরা সবাই কি সত্যিই জীবিত? না জানি কতজন মৃতও!
কী বিচিত্র সব কারণে ছোট্ট একজীবনে মানুষ কতবার যে মরে! মৃতরা কিন্তু ঠিকই জানে, ওরা মৃত। সেই খোঁজ আর কেউ জানে না, আর কারো পক্ষে তা জানা সম্ভবও নয়।মানুষের বেঁচে থাকার দায় যদি হতো কেবলই প্রতি মুহূর্তের নিঃশ্বাসের, তবে মানুষ বেঁচে যেত! ওরকম নয় বলেই মানুষের যতো কষ্ট।
(পড়ুন।সবার সাথে শেয়ার করুন।)
আমাদের সাথে কানেক্ট থাকুন লিংকডিন এ-
http://bit.ly/2sd5zxp
পোস্টটি লিংকডিন এ পড়তে লিংকে ক্লিক করুন।।
আমাদের সাথে কানেক্ট থাকুন লিংকডিন এ-
http://bit.ly/2sd5zxp
পোস্টটি লিংকডিন এ পড়তে লিংকে ক্লিক করুন।।
http://bit.ly/2s6ibaB

No comments